বলিউডের জনপ্রিয় জুটি গোবিন্দ ও কারিশমা কাপুরকে এবার একসঙ্গে ছোটপর্দায় দেখা যাবে। সুনীল গ্রোভারের নতুন কমেডি শো 'ম্যাড ইন ইন্ডিয়া'তে তাদের একত্রে দেখা যাবে। এ বিষয়ে গোবিন্দ বলেন, আমি কারিশমাকে সর্বশেষ আড়াই বছর আগেকলকাতা বিমানবন্দরে দেখেছি। অনেক দিন পর দেখে বেশ ভালো লাগল।কারিশমা কাপুর বলেন, আমরা জুটিবদ্ধ হয়ে দর্শকদের অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছি। দর্শক আমাদের সাদরে গ্রহণ করেছিল। আশা করছি, ছোটপর্দায়ও একই দর্শক গ্রহণযোগ্যতা পাব।
ভারতীয় চ্যানেল স্টার প্লাসে এই অনুষ্ঠানটি খুব শীঘ্রই উপভোগ করবেন দর্শক।