প্রয়াত কথাসাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেতা ফারুক আহমেদ। অ্যালবামটির নাম 'অবাক জোছনা'। এতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সেলিম আল দীন ও হুমায়ূন আহমেদের মোট ১৫টি কবিতা।
অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, 'কবিতার অ্যালবাম করার চিন্তা আমার মাথায় অনেক আগেই ছিল। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আবৃত্তি করতাম। তখন থেকেই ইচ্ছা ছিল একটি কবিতার অ্যালবাম করব। নানা কারণে এত দিনে তা করা হয়নি। বলতে পারেন অভিনয় নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু শখটা জিইয়ে রেখেছিলাম। তাই এখন করে ফেললাম। আর আমার এ অ্যালবামটি হুমায়ূন স্যারকে উৎসর্গ করলাম। স্যারের কাছে আমার অনেক ঋণ। শোধ হবে না এক জীবনে। স্যারকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই তাকেই উৎসর্গ করলাম অ্যালবামটি।' অ্যালবামটি বইমেলার 'দিন রাত্রি প্রকাশনী' ও 'কবিতার দোকান'-এ পাওয়া যাচ্ছে।