রাজ-সিমরন নাম দুটি শুনলে বলিউড পোকাদের খুব বেশি বোধ হয় স্মৃতি হাতড়াতে হয় না। চোখের সামনে ভেসে ওঠে চলন্ত ট্রেন থেকে হাত বাড়িয়ে দিয়েছে রাজ। ট্রেনের গতির সঙ্গে টালমাটাল পায়ে প্রাণপনে ছুটছে সিমরন। দেড় যুগ আগের সেই প্রেমগাথা আজও চোখের সামনে জ্বলজ্বল করে সিনেমা পাগলদের।
১৯৯৫ সালে ইতিহাস গড়েছিল ছবিটি। আজও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের হলে হলে প্রেমিক হৃদয়কে নাড়া দিয়ে যায় ছবিটি। রোমান্টিক ছবি বললে আজও মনের কোনায় ভেসে ওঠে যশ চোপড়া ব্যানারে শাহরুখ-কাজল ক্যারিশমাটিক জুটির সেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। সম্প্রতি সমীক্ষায় দর্শকরাও এই ছবিটিকে ভোটে এগিয়ে রেখেছেন রোমান্টিকতার তালিকায়।
ভ্যালেন্টাইন ডে'র আগে একটি ইংরাজি সংবাদ চ্যানেল জনতার কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক ছবি কী তা জানতে একটি সমীক্ষা চালিয়েছিল। তালিকায় কমপক্ষে ৫০টি ছবি রাখা হয়েছিল। যদিও হিন্দি ভাষার ছবির উপরই নজর দেওয়া হয়েছিল বেশি। তামিল, মালায়লম, মারাঠী থেকে ইংরাজি, স্প্যানিশ সব ভাষার রোমান্টিক ছবিই রাখা হয়েছিল তালিকায়। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। মোট ৪০.৯ শতাংশ ভোট পেয়ে শীর্যস্থানে রয়েছে এই সুপারডুপার হিট প্রেমকাহীনি। ৮.৪৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত টাইটানিক। জনতার পছন্দের তালিকায় রয়েছে জব উই মেট, ম্যায়নে প্যায়ার কিয়া, কুচ কুচ হোতা হ্যায়, কায়ামত সে কায়ামতও।