'ইত্যাদি'র পুনঃপ্রচার
আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে ইত্যাদির রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে ধারণ করা পর্বটি প্রচারিত হবে। প্রশংসিত এই পর্বটি গত বছরের ১৬ মার্চ কয়েক হাজার দর্শক নিয়ে তাজহাট জমিদার বাড়ির সামনে অনুষ্ঠানটি ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন ছিল। এ ছাড়া ছিল নানা বর্ণিল আয়োজন। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিটিভির পাশাপাশি বিটিভি ওয়ার্ল্ডেও প্রচার হবে।
থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'থ্রি কমরেডস'। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরার পরিচালনায় নির্মিত 'থ্রি কমরেডস' নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আর অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।
ঘূর্ণিপাক
এসএ টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক 'ঘূর্ণিপাক'। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফারিয়া হোসেন। অভিনয়ে জিতু আহসান, রোমানা, মিমো, সাবি্বর আহমেদ, আবিদ রেহান, জাহিদ হোসেন শোভন, স্বর্ণা, ফেরদৌসী লীনা, শেলী আহসান, মমিন বাবু, রিমু, জাহিদুল ইসলাম মিন্টু এবং পর্যায়ক্রমে অন্যান্য অভিনয় শিল্পী।
চাওয়া না চাওয়া-পাওয়া না পাওয়ার ঘূর্ণাবর্তে সৃষ্ট জীবন স্রোতের টানে ভেসে চলে মানুষ দুঃখ-সুখের মোহনায়। এ বিষয় নিয়েই গড়ে উঠেছে গল্প।
নীড় খোঁজে গাংচিল
শততম পর্বে পদার্পণ করছে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক 'নীড় খোঁজে গাংচিল'। আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটির ১০০তম পর্ব। মোহন খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাবি্বর, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদুজ্জামান সেলিম ও অন্যান্য। বিশাল দেহী ভদ্রলোক চৌধুরী সাহেব। প্রতিদিন নিয়ম করে সমুদ্র সৈকতে দুই বেলা জগিং করেন।