সুজিত সরকারের পরিচালনায় এবার একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। নাম 'পিকু'। শুটিং শুরু হবে চলতি বছরের এপ্রিল থেকে। রণবীর কাপুরের সঙ্গে নতুন সিনেমা 'উইন্ডো সিট'র শুটিং শুরুর আগেই এই সিনেমার শুটিং করবেন দীপিকা। এ ব্যাপারে কোনো কথা বলেননি দীপিকা। দীপিকা এখন ব্যস্ত 'হ্যাপি নিউ ইয়ার'র শুটিংয়ে। ফারাহ খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার'কে ধরা হচ্ছে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত একটি সিনেমা হিসেবে। দীপিকার সঙ্গে এতে অভিনয় করছেন শাহরুখ খান এবং অভিষেক বচ্চন।