অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে গড়পড়তা মাপের সংগীত পরিচালক মন্তব্য করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন 'দাবাং' তারকা সালমান খান। পরে অবশ্য এক টুইটার বার্তায় খান সাহেব দাবি করেছেন, স্রেফ মজা করার জন্যই তিনি ওই মন্তব্য করেছেন।
সম্প্রতি এ আর রহমানের সংগীত পরিচালনায় 'রওনক' অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেরিতে হাজির হয়ে রহমান সম্পর্কে বেফাঁস মন্তব্য করে উপস্থিত সবাইকে হকচকিয়ে দেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা সালমান। 'রওনক' অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন ভারতের আইনমন্ত্রী কপিল শৈবাল। মোট সাতটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।