দুই বছর ধরে সম্পর্ক ভাঙা-গড়ার পর এবার চূড়ান্তভাবে প্রেমের ইতি টানলেন সংগীতশিল্পী জুটি কেটি পেরি এবং জন মেয়ার।
চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই জুটির। ফেব্রুয়ারির শুরুতেও পেরির আঙ্গুলে দেখা গেছে বাগদানের আংটি। এমনকি শোনা যাচ্ছিল গ্রীষ্মের মাঝামাঝি বিয়ে সারবেন এই জুটি। কিন্তু বিয়ের পরিকল্পনা বাতিল করে এবার সম্পর্ক ভাঙলেন তারা। প্রায় দুই বছর ধরে মিলন-পুনর্মিলনের মাধ্যমে চলা এই সম্পর্ককে পেরি এবং মেয়ার এবার চূড়ান্তভাবে ভেঙেছেন। ফেব্রুয়ারির শেষ দিকেই মেয়ারের সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন পেরি।
তবে কেন তাদের সম্পর্ক ভাঙল তা এখনো জানা যায়নি।