শাহরুখ-কাজল জুটির রোমান্টিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এখনও চলছে ভারতের সিনেমা হলগুলোতে। এই রোমান্টিক জুটির অভিনয়ের জাদুতে এভনো সিনেমাটি সবার মনের মধ্যে গেথেঁ আছে। আপনারও হয়ত মনে নেই যে আপনি কতবার এই সিনেমাটি দেখেছেন।
সেই জুরিকের রাস্তায় সিমরনকে রাজের পটানোর চেষ্টা বা পঞ্জাবের গ্রামে রাজের ছেড়ে যাওয়া ট্রেনের জন্য সিমরনের দৌড়। যেই দৃশ্যই হোক না কেন কুড়ি বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের আবেগ এখনও একই রয়ে গেছে মানুষের মনে। সেই আবেগকেই আবার সতেজ করে তুলতে ডিডিএলজে-র রিমেক আনছেন আদিত্য চোপড়া। আর এবারেও ছবিতে থাকবেন শাহরুখ-কাজল। এমন খবরই জানিয়েছে ভারতে অনলাইন সংবাদমাধ্যম জি-নিউজ।
দুলহানিয়া চলি দিলওয়ালে কে সাথ হবে নতুন ছবির নাম জানিয়েছেন আদিত্য । তবে নতুন প্রজন্মের সঙ্গে, সময়ের সঙ্গে তাল রেখেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। শাহরুখ ও কাজল দুজনেই ছবিতে থাকবেন ক্যামেও চরিত্রে। ছবির মূল চরিত্রে থাকবেন টেলিভিশন অভিনেতা ফারহান খান ও মহিকা শর্মা। এছাড়াও ছবিতে অনুপম খেরের চরিত্রে অভিনয় করবেন বোমান ইরানি ও অমরীশ পুরীর চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল।
নতুন এই সিনেমা সম্বন্ধে এখনই এর বেশি কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে যে ছবির একটি গানের শুটিং হতে পারে মালয়েশিয়ায়।