বিয়ের তারিখ এরই মধ্যে ঠিক হয়েছে, চূড়ান্ত হয়েছে নির্দিষ্ট বিয়ের দিনক্ষণ। এ বছরের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পরিবারের পক্ষ থেকে মিডিয়ার কাছে গোপন রেখেই বিয়ে করতে চলেছেন তিনি।
অভিনেত্রী রাইমা সেনের হবু বর হতে চলেছেন পাঞ্জাবের একজন ধনাঢ্য ব্যবসায়ী। মা মুনমুন সেনের পছন্দের পাত্রকেই বিয়ে করবেন,কলকাতার একটি টেলিভিশনের খবরে এ তথ্য দেয়া হয়।
নানী সুচিত্রা সেনের শেষ ইচ্ছা পূরণ করতেই তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন রাইমা। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানটি বাঙালি ঐতিহ্যবাহী রীতিতেই সম্পন্ন হবে। স্থানীয় একটি পত্রিকায় রাইমার এক ঘনিষ্ঠ বান্ধবী জানিয়েছে।
পুরো মিডিয়াপাড়া এখন তার বিয়ের আলোচনায় মুখর। তবে ভক্ত-দর্শকরা রীতিমতো অপেক্ষায় আছেন সরাসরি রাইমার মুখ থেকেই সৌভাগ্যবান সেই পাত্রের নাম শোনার জন্য।