রাগিনি এমএমএস-২ ছবির জন্য পূর্বপরিকল্পিত অটো প্রচার শুরু করেছেন বলিউডে সদ্য নাম লেখানো ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্ণো তারকা সানি লিওন। নিজ হাতে ছবির পোস্টার লাগাচ্ছেন অটো রিকসার পেছনে। অটোচালকদের সঙ্গে মিটিং করছেন। এমনকি অটোয় চড়ে ঘুরলেন মুম্বাইয়ের অলিগলি।
নিজের মুক্তি পাওয়া চলচ্চিত্রের প্রচারণার জন্য বলিউডের নায়ক-নায়িকাদের নানা কৌশলী বিজ্ঞাপন অবশ্য নতুন নয়। এবার সেই প্রচারণার পথে নামলেন সানি লিওন। বরাবরেই মতই এবারও সানি ব্যতিক্রম। রাগিনী এমএমএস-২ ছবির প্রচারণার জন্য বেঁছে নিয়েছেন অটো পদ্ধতি। সাত সকালে উঠে ছবির পোস্টার হাতে অটোস্টান্ডে দাড়িয়ে থেকে শুভেচ্ছা জানাচ্ছেন অটোচালকদের।
অটোচালকরাও সানিকে পাশে পেয়ে বেশ আনন্দিত। বিনা ভাড়ায় নায়িকাকে নিজের অটোতে তুলতে চেষ্টা তদবির চালাচ্ছেন। অটোচালকদের সঙ্গে প্রচারণায় নেমে সানিও যে মহাআনন্দে আছেন তা তার হাস্যজ্জ্বল মুখই বলে দেয়।
প্রচার শেষে সানির বক্তব্য- অটোরিকসা সফর নাকি তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এত আনন্দ তিনি নাকি অনেকদিনই পাননি।