সকাল আহমেদের পরিচালনায় ও শফিকুর রহমান শান্তনুর গল্পে 'লাস্ট সেভেন ডেইজ' শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন অভিনেতা শাহেদ শরীফ খান। বিপরীতে আছেন প্রভা। আর নাটকটি প্রযোজনা করেছেন 'ভার্সেটাল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ নাটকে শাহেদ এবং প্রভা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। শাহেদ বলেন, 'আমি কাজটি করে ভীষণ তৃপ্ত। প্রভার সঙ্গে নতুন এ নাটকটি দর্শকের ভালো লাগবে।' প্রভা বলেন, 'সবসময়ই শাহেদ ভাই আমার কাছে স্মার্ট একজন অভিনেতা। তার ভেতরে অভিনয় খেলা করে। যে কারণে তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি সবসময়ই নতুন কিছু শেখার চেষ্টা করি।' পরিচালক সকাল আহমেদ শুধু এটুকু বলেই শেষ করলেন যে, 'লাস্ট সেভেন ডেইজ বছরের সেরা কয়েকটি নাটকের একটি হবে বলে আমি মনে করি। তাই দর্শকের প্রতি অনুরোধ নাটকটি দেখার।' খুব শীঘ্রই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।