চলচ্চিত্রে অভিনেতা হিসেবে বর্তমানে শক্ত একটি স্থান দখল করেছেন অভিনেতা আরেফিন শুভ। আর এবার শুভর সঙ্গে একটি ছবিতে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অাঁচল। আশিকুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রটির নাম 'কিস্তিমাত'। এ ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও টাইগার রবি। ১৫ মার্চ এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এ বিষয়ে নির্মাতা আশিকুর রহমান বলেন, 'এটি একটি রোমান্টিক অ্যাকশন গল্পের ছবি। ১৫ তারিখ থেকে কাজটি শুরু করতে যাচ্ছি। ছবিটির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। এ ছাড়া নেপাল ও ব্যাংককেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে আমার ছবিতে।' অাঁচল বলেন, 'আমার সঙ্গে এটাই শুভর প্রথম কাজ হতে যাচ্ছে। তার অভিনয় আমার অনেক পছন্দ। আর গল্পের কথা যদি বলতে চাই, গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজটি করতে চাই।' অন্যদিকে শুভ বলেন, 'অগি্ন ছবি মুক্তির পর আমার কাছে অনেক ছবির প্রস্তাব আসছে। আর এ সময়ে এসে আমি একটু ধরে কাজ করতে চাই। উল্লেখ্য, শুভ বর্তমানে 'তারকাঁটা' ছবি নিয়ে ব্যস্ত।