বর্তমান সময়ের টিভিনাটক ও থিয়েটারের পরিচিত মুখ তরুণ অভিনেতা সানসি ফারুক। বর্তমানে তিনি ব্যস্ত আছেন এম ফেরদৌস রেজা পরিচালিত সিনেমা 'মৃত্যুর পথ... ওয়ান ওয়ে রোড' শেষ লটের কাজ নিয়ে। সানসির এটি দ্বিতীয় ছবির কাজ। তার প্রথম ছবির কাজ ছিল সরকারি অনুদানের চলচ্চিত্র আশরাফ শিশিরের 'গাড়িওয়ালা'। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, 'আমি অনেকটা সময় থিয়েটারে কাটিয়েছি। আমি মনে করি এখন আমার চলচ্চিত্র ও টিভিনাটকে কাজ করার সময় এসেছে। আর মানে দিক থেকে বিবেচনা করছে আমি সবসময় চেয়েছি ভালো কিছু করার। বর্তর্মানে অভিনয় করতে গিয়ে আমি অনেক সিনিয়রদের সঙ্গে কাজ করছি। তারা আমাকে অভিনয়ের ব্যাপারে অনেক সাহায্য করেছে।' চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে বিভিন্ন টিভিতে তার কয়েকটি নাটক প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে বৈশাখী টিভিতে 'নোনা জল' ও 'জয়িতা'।
এ ছাড়া 'নগর আলো', 'পিএস ডি সালমান' ও 'সখি ভালোবাসা কারে কয়' শিরোনামের তিনটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।