মূকাভিনয়ে বিশেষ অবদানের জন্য লস অ্যাঞ্জেলেসে বিশেষ সম্মাননা পেলেন প্রবাসী মূকাভিনেতা মশহুরুল হুদা। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মেয়র অফিসের সিটি হলে মেয়র এরিক গার্সেটি স্বাক্ষরিত 'সার্টিফিকেট অব রেকগনিশন' সনদ মশহুরুল হুদার হাতে তুলে দেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ খবর জানিয়েছেন বাংলাদেশ হুদা মাইম ক্লাবের জনসংযোগ কর্মকর্তা সোহাগ আশরাফ। সোহাগ আশরাফ জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে মূকাভিনয়চর্চার পাশাপাশি গবেষক হিসেবে 'হুদাইয়োগা' নামে নিজস্ব এক মাইমো পদ্ধতির প্রবর্তন করেছেন হুদা। সোহাগ জানিয়েছেন, মঙ্গলবার দেশে আসছেন মশহুরুল হুদা। দেশে এসে তিনি বাংলাদেশ হুদা মাইম ক্লাবের আয়োজনে ৫ দিনব্যাপী মূকাভিনয়ের একটি কর্মশালা পরিচালনা করবেন। ১৩ মার্চ থেকে এটি শুরু হবে।