যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। এজাজ মুননার রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আবদুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজিদ প্রমুখ।
লোটাকম্বল
প্রখ্যাত কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'লোটাকম্বল' অবলম্বনে জিটিভির ধারাবাহিক নাটক 'লোটাকম্বল'। একটি সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, হাসি-কান্না এবং সামাজের নানা অসঙ্গতি নিয়ে এই উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন। এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, নোভা প্রমুখ। এটি আজ রাত ৮টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
'অ'-এর গল্প
ফেসবুক অ্যাকাউন্ট প্রতারণার মাধ্যমে প্রেমিকাকে ফাঁসানোর গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ'-এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন মৌরি সেলিম, ইসরাত তন্বী, রাসেল প্রমুখ।
কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। অভিনয়ে তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর, নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। এ নাটকের অন্যতম আকর্ষণ বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এসএ টেলিভিশনে সম্প্রচার হচ্ছে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে।
ভালোবাসার চতুষ্কোণ
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোণ'। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বী। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাবি্বর প্রমুখ।
রাত-বিরাতে আলী যাকের
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে'-র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী আলী যাকের। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতিবিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং শুনিয়েছেন বেশ কয়েকটি গান। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত-বিরাতে'র এ পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।