অরুণ চৌধুরীর নাট্যরূপে হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস 'একজন মায়াবতী' নিয়ে মাজহারুল ইসলাম নির্মাণ শুরু করেছেন ৫২ পর্বের ধারাবাহিক নাটক 'একজন মায়াবতী'। এ নাটকে এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন মাহফুজ আহমেদ ও ফারহানা মিলি। নাটকে মনজুর চরিত্রে মাহফুজ আহমেদ এবং জাহানারা চরিত্রে অভিনয় করছেন মিলি। মাহফুজ আহমেদ বলেন, 'যেহেতু এটা হুমায়ূন স্যারের লেখা উপন্যাসের নাট্যরূপ এবং মাজহার ভাই নাটকটি নির্মাণ করছেন, তাই আমার সব কাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে ধারাবাহিকটিতে কাজ করছি। হতে পারে এটাই আমার এ বছরের একমাত্র অভিনীত ধারাবাহিক নাটক। নাটকটি শীঘ্রই চ্যানেল আইতে প্রচার হবে। উল্লেখ্য, এ নাটকে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, সুমাইয়া শিমু প্রমুখ।