নারী দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম 'একলা আকাশ'। ইরাজ আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, অপূর্ব, রিচি, সামস সুমন প্রমুখ।
স্বামী আর একমাত্র কন্যা শ্রেয়াকে নিয়ে শিরিনের তরঙ্গহীন জীবন শ্বশুরবাড়িতে ভালোই কাটছিল। আচমকা একদিন এই সাজানো সংসারে ঝড় ওঠে। আচমকা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বামী জামানের। বিশাল এক ধনী ব্যবসায়ী সাদেক আহমেদের ছেলে জিসান গাড়ি চালাতে গিয়ে চাপা দেন জামানকে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে জামানের। বিপর্যস্ত, দিশাহারা শিরিনের সামনে এসে দাঁড়ায় ভিন্ন এক সংকট। এমনি করেই এগিয়ে যায় গল্প। টেলিফিল্মটি প্রচার হবে ৭ মার্চ রাত ১১টায়।