পাঁচ লাখ ডলার বা তিন কোটি ৮৯ লাখ টাকার বিনিময়ে মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কারদেশিয়ানের সঙ্গে ডেটিং করার সুযোগ নেন অস্ট্রিয়ান কোটিপতি রিচার্ড লুংগার। বৃহস্পতিবার 'ভিয়েনা অপেরা বল'-এ তাদের সেই আলোচিত ডেটিং হয়ে গেলেও রিচার্ড তা একেবারেই উপভোগ করেননি বলে জানিয়েছেন। ভিয়েনায় অনুষ্ঠিত সেই ডেটিংয়ের বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরেছে মিড-ডে ও ইন্ডিপেনডেন্ট। ৮১ বছর বয়সী অস্ট্রিয়ান কনস্ট্রাকশন টাইকুন রিচার্ড সাংবাদিকদের জানিয়েছেন, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই তাদের পার্টি ত্যাগ করেন কিম। এ ছাড়া তিনি কিমের আচরণেও বিরক্ত হয়েছেন।