বসন্তের জোয়ারে নীলটাই যেন ট্রেন্ড। সুন্দরী নায়িকাদের পোশাকে নীলের ছোয়া বলব না পুরোপুরি নীলেই মজেছেন তারা।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়, তাই বি টাউনে নীলের ছড়াছড়ি৷৷নীল পরিহিতা সুন্দরীদের দেখা মিলছে মুম্বাইয়ের আনাচে কানাচে বিগব্যাশ পার্টিগুলোতে৷
মাথা থেকে পা গোটাই নীলে ঢাকা অবস্থায় দেখা দিলেন অদিতি রাও হায়দারি৷ সঙ্গে সাদা রঙের পয়েন্টেড বেশ মানিয়েছিল অদিতিকে৷ফিনফিনে সার্টিন শার্টের সঙ্গে নীল ট্রাউজার বেছে নিয়েছেন বলিউডের দিপীকা৷ কারিশ্মা কাপুরের স্টাইল আবার একটু আলাদা৷ নীলের মাঝে সাদা এমব্রয়ডারি৷ সঙ্গে নীল রঙের ধোতি প্যান্ট৷
বিটাউনের প্রথম সারির দেখা দেখি অখ্যাতরা এই দৌঁড়ে নাম লিখিয়েছেন। বিগবস খ্যাত তানিশা মুখার্জীও দেখা দিলেন নীলে। নীল রঙের কাহীনি যাই হোক না কেন,সবাইকে নীল রঙে মানিয়েছে বেশ।