"আমাকে এখন এন্ডোস্কোপি করাতে হবে। ইনশাল্লাহ আমাকে অস্ত্রপচার করাতে হচ্ছে না। কিন্তু এন্ডোস্কোপি করাতেই হবে।"
পয়লা মার্চ আইআইএ লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বললেন শাহরুখ খান।
গত ২৩ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার ছবির কাজ করতে গিয়ে কাঁধে চোট পান শাহরুখ। ভেঙে যায় বাঁ হাঁটুর প্যাটেলার টেনডনও । চিকিত্সকরা দু-তিন সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
ভক্তদের উদ্দেশে শাহরুখ খান বলেন "আমি এখন ঠিক আছি। শুধু আরও কিছুদিন সাবধানে থাকতে হবে। তারপর শরীরচর্চা শুরু করতে পারব। পরের মাস থেকেই হয়তো অনেকটা সুস্থ হয়ে যাব। আমি শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু এখনই অ্যাকশন নয়।"