ঋত্বিক রোশনের সঙ্গে তো ছাড়াছাড়িই হয়ে গেল সুজানের। শাহরুখ খান ও গৌরীর সংসারও মাঝখানে ঝামেলায় ছিল। কঠিন এই সময়ে সুজান-গৌরী যেন আরও ভালো বন্ধু হয়ে উঠেছেন। আগে থেকেই দুজন দুজনের ভালো বন্ধু ছিল। সেই বন্ধুতা ফেভিকলের জোর পেয়েছে সাম্প্রতিক এসব ঘটনায়।
নিজেদের ফ্যাশন ব্যবসার উদ্দেশে দুবাই গেছেন দুজনে, এমনটাই প্রথমে শোনা গিয়েছিল। তবে এখন জানা গেল, ভারতের পর্যটন শহর গোয়ায় বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন গৌরী ও সুজান। ‘নাইরা’ নামের এই প্রকল্পে ১২টি বাড়ি বানানো হবে।
দুবাইয়ের অনাবাসী ভারতীয়রা সম্ভাব্য ক্রেতা বলেই এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে ওখানে। এবার আবাসন ব্যবসাতেও নেমে পড়ছেন গৌরী-সুজান!