আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ফিউশন মিউজিকের অনুষ্ঠান 'ম্যাঙ্মিাস আনপ্লাগড'। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ ও এস আই টুটুল। মোট চারটি গান পরিবেশন করবেন তারা। সম্পূর্ণ অ্যাকুস্টিক যন্ত্রনির্ভর ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে থাকছে ফোক, রক, পপ, আধুনিকসহ বিভিন্ন ঘরানার সংগীতের সংমিশ্রণ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাবেদ
ইকবাল তপু।