'ধীরে বহে মেঘনা'র মতো ধীরে বইছে ফারাহ রুমা। কোনো তাড়াহুড়ো-দৌড়ঝাঁপ নেই। এগিয়ে যাচ্ছেন নিজের মন মতো। কাজ করছেন বেছে বেছে। আপাতত সিদ্ধান্ত, আর কোনো ধারাবাহিক নয়, একক নাটকেই নিয়মিত অভিনয় করবেন। নিজেকে নতুন নতুন চরিত্রে মেলে ধরতেই এই সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত অনুযায়ীই পথ হাঁটছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করলেন মাতিয়া বানু শুকুর রচনা ও জুবায়ের ইবনে বকরের পরিচালনায় 'সাত সমুদ্দুর তের নদী' শিরোনামের একটি একক নাটকের কাজ। এ নাটকে রুমার চরিত্রে রয়েছে ভিন্নতা। একজন উচ্ছল তরুণী তিনি। বাকিটা নাটকের গল্প থেকেই দেখে নিতে হবে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের প্রতিও ঝোঁক রয়েছে তার। 'পুত্র এখন পয়সাওয়ালা' আছে মুক্তির মিছিলে। আর আলোচনা চলছে কয়েকটি ছবিতে অভিনয়ের। ব্যাটে-বলে হয়ে গেলেই ব্যস...