পপ সংগীত তারকা জাস্টিন বিবারকে টোকিও থেকে ফেরার পথে আমেরিকার লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার মতো আটকিয়ে রাখা হয়।
বৃহস্পতিবার টম ব্রান্দলি আন্তর্জাতিক টার্মিনালের ভেতরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটকিয়ে প্রায় দুই ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিবারের ভক্তবৃন্দ তার জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল।
অবশেষে একজন কানাডিয়ান গায়কের সহায়তায় তিনি মুক্তি পান।
বিবার পরে টুইটারে তার ভক্তদের নিশ্চিত করেন যে, টার্মিনালের বাধা অতিক্রম করার পর তিনি এখন ভালই আছে।