মেয়ে সন্তান নিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। মেয়েদেরকে আর বোঝা হিসেবে দেখা উচিত নয় বলেও তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত 'দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস' [আইফা] অনুষ্ঠানে একথা বলেন প্রিয়াঙ্কা।
আইফা অ্যাওয়ার্ডসের তৃতীয় দিনে 'গার্ল রাইজিং প্রজেক্ট' শিরোনামে এক সেশনে প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। তখন তিনি এসব কথা বলেন। সেশনে অভিনেত্রী শাবানা আজমিও উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কা বলেন, মেয়ে সন্তানকে শিক্ষা দেওয়া হয় না কারণ তারা অন্যের পরিবারে চলে যাবে -এরকম অনেক গল্প আমি শুনি। ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া হয় তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করবে। এটা মর্মান্তিক। মেয়ে সন্তান যে বোঝা নয় এ নিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার।'