নতুন হিরো পলাশের সঙ্গে জুটি বেঁধে ফের শ্রাবন্তী আসতে চলেছেন ক্যামেরার সামনে। তবে এই আসাটাকে একবারেই কামব্যাক বলতে নারাজ শ্রাবন্তী। বরং কিছুদিন কাজের চাপ থেকে মুক্তি অনেকটা ছুটি কাটানো বলেই মনে করছেন টলিউডের এই মিষ্টি নায়িকা।
বহুদিন ধরেই সিনেপর্দা থেকে দূরে ছিলেন শ্রাবন্তী। দাম্পত্য জীবনেও অশান্তির শেষ ছিল না। শেষমেশ স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আপাতত নিজেকে ফের গুছিয়ে নিয়েছেন শ্রাবন্তী।
পহেলা বৈশাখের শুভ তিথিতে পলাশ, শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে হয়ে গেল এই নতুন ছবির শুভ মহরৎ। এই ছবির পরিচালক নিহাল। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই শিলংয়ে শুরু হয়ে গেছে এই ছবির শ্যুটিং৷ পরিচালকের কথায়, 'ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এই ছবি আদ্যপান্ত প্রেমের ছবি।' এই ছবি থেকেই প্রথম জুটিতে দেখা যাবে পলাশ ও শ্রাবন্তীকে।