মাত্র তিন বছর বয়সেই বলিউডে পা রাখলেন বলিউড তারকা সঞ্জয় দত্তের ছেলে শরণ। বাবার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি ‘হাসমুখ পিঘাল গ্যায়া’তে দর্শক সঞ্জেয়ের ছেলেকে দেখতে পাবেন। এতে একটি অতিথি চরিত্রে আছেন সঞ্জয় নিজেও।
ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত। মূলত একটি গানের দৃশ্যে দেখা যাবে শরণকে।
রাজ কাপুরের ‘আনাড়ি’ ছবির একটি গান ব্যবহার করা হয়েছে এ ছবিতে। গানটির একটি দৃশ্যে দেখা যাবে শরণকে। গানটির কোরিওগ্রাফার আহমেদ খান।