সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া ঐশ্বরিয়াকে দেখে নতুন খবর ছড়িয়েছে। গুঞ্জন ছড়িয়েছে দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন ঐশ্বরিয়া।
সাহারা সময় জানিয়েছে, সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দেয়ার সময় ঐশ্বরিয়াকে স্বাভাবিকের চেয়ে আরেকটু গোলগাল এবং পেট উঁচু দেখা গেছে। ঐশ্বরিয়া রায় সম্ভবত সন্তান সম্ভবা। ওই সময়ের ছবিতে দেখা যাচ্ছে একটি ধূসর রঙের পোশাক পরে কালিমাখা আঙুলের ছবি তুলতে পোজ দিয়েছেন ঐশ্বরিয়া।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাচ্চন পরিবারের কেউই কিছু বলেননি।