ঢালিউডের গতানুগতিক চলচ্চিত্রধারা বদলে দিতে সাম্প্রতিককালে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ফিল্মপাড়ায়। এমনকি এ পরিবর্তনে যোগ হচ্ছে নতুন নতুন চেহারা। নিত্যনতুন নবাগতদের পদচারণায় মুখরিত হচ্ছে এফডিসি প্রাঙ্গণ। এ সুযোগে অনেকেই আবার উঠে এসেছেন আলোচনায়। কেউ অভিনয়, কেউবা আবার শুধু ছবির ঘোষণা দিয়ে অর্থাৎ মহরতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। এ তালিকায় এগিয়ে রয়েছেন আলিশা প্রধান। তাই তো কেউ কেউ তাকে আলিশা প্রধান নয়, আলিশা মহরত বলে ডাকছেন।
গত বছর থেকেই শোনা যাচ্ছিল মডেল আলিশা প্রধান চলচ্চিত্রে অভিনয় করছেন এবং শীঘ্রই বড় পর্দায় আসছেন। কিন্তু চলতি বছরের চার মাস প্রায় গত হতে চলেছে। এখনো আলিশার ছবির টিকিটিরও দেখা নেই। এরই মধ্যে আবার পাঁচটি ছবি প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। এর মধ্যে চাষী নজরুল ইসলামের পরিচালনায় 'অন্তরঙ্গ' চলচ্চিত্রের কাজ শুরু হলেও বাকি পাঁচটির কোনো খবর নেই। তা ছাড়া নানা কারণে এরই মধ্যে 'বিতর্কিত নায়িকা'র খেতাব পেয়েছেন তিনি। তাই চলচ্চিত্রকার এবং মিডিয়ার লোকজন তাকে আওয়াজ-সর্বস্ব মেয়ে বলে অভিহিত করতে পিছপা হচ্ছেন না। বিভিন্ন মিডিয়ার খবর, আলিশা বড়ই স্বার্থপর মেয়ে।
২০০৮ সালে মা-বাবার ইচ্ছায় একটি চকলেট বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়াপাড়ায় নাম লেখান আলিশা। মূলত একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর হয়ে ওঠেন মডেল এবং উপস্থাপিকা। বিপিএলের দ্বিতীয় আসরেও উপস্থাপনায় দেখা গেছে তাকে।
গত বছর খুব ঘটা করে চলচ্চিত্রে আসার ঘোষণা দিয়েছিলেন আলিশা। সেই সময় সব মিডিয়ায় তিনি একই কথা বলে বেড়াতেন। বলতেন, তার স্বপ্নজুড়ে শুধুই নাকি সিনেমা। ভালো মানের ছবিতে নিজেকে উপস্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু দর্শকরাও চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছেন এ জন্য যে, আলীশা অভিনীত সেই ভালোমানের ছবি কবে দেখবেন।
এ পর্যন্ত প্রায় ডজনখানেক ছবিতে কাজ করছেন বলে বিভিন্ন মিডিয়ায় জানিয়েছেন তিনি। তবে এগুলো তার নিজের কথা। বোদ্ধারা বলছেন, আলিশা নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন। তিনি চাচ্ছেন এগুলো বলে প্রচারে আসতে। অন্যদিকে তার বরাত দিয়ে সবসময়ই খবর বেরিয়েছে, তিনি সাইমন, ইমন ও নাম না জানা আরও অনেকের বিপরীতে কাজ করে যাচ্ছেন। তার তথাকথিত কাজ করা এসব ছবির তালিকায় রয়েছে 'ভুল যদি হয়', 'অন্তরঙ্গ', 'মিয়া বিবি রাজি' ইত্যাদি। এ ছাড়া নাম না জানা আরও ৮টি ছবি। সবচেয়ে মজার কথা, এসব ছবির অর্ধেকই নাকি তার প্রযোজনার।
তবে 'ভুল যদি হয়' ছবিটির কাজ নাকি শেষের পথে। হয়তো এই ছবিটি বড় পর্দায় উঠতে পারে। বাকি ছবি নিয়ে কোনো রকম আশা দেখছেন না চলচ্চিত্র বোদ্ধারা। তাদের মতে, আলিশার উচিত ছবির সংখ্যা বৃদ্ধি না করে আপাতত দুই-একটি ছবি সম্পন্ন করা। যাতে বড় পর্দায় দর্শকরা তাকে দেখতে পান। অন্যথায় সবাই তাকে 'মহরত আলিশা' বলেই ডাকতে শুরু করবেন।