পূর্ণিমা আর আগের মতো নেই। একেবারেই বদলে গেছেন। গত এক বছরে তিনি একটু একটু করে নিজেকে পাল্টেছেন। শোবিজ অঙ্গন একেবারেই ছেড়ে দিয়েছেন। হয়েছেন ঘরনি। আর বিগত দিনগুলোতে প্রহর গুনেছেন কখন তার কোল জুড়ে আসবে নতুন অতিথি। কিছুদিন আগে তার কোল জুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান। এবার আরও বদলে গেলেন তিনি। মা হয়ে এখন তার সব ভাবনা নিজের সন্তানকে ঘিরেই। তিনি যে জনপ্রিয় নায়িকা ছিলেন, তার যে অনেক ভক্ত আছে, তাদের জন্য অভিনয় করা উচিত- এমন কোনো চিন্তাই এখন পূর্ণিমার মধ্যে খেলে না। কারণ তিনি ব্যস্ত মেয়েকে নিয়ে। বর্তমানে মেয়েকে নিয়ে তিনি মায়ের নিকুঞ্জের বাসায় আছেন। পুরো পরিবার জুড়ে বইছে আনন্দের বন্যা। এখনো মেয়ের নাম ঠিক করা হয়নি। চলছে নাম রাখা নিয়ে নানা খুনসুটি। নাম ঠিক হলে আকিকা দেওয়া হবে। সেই প্রস্তুতিও চলছে। সবমিলিয়ে পূর্ণিমা যেমন আনন্দে ভাসছেন তেমনি ব্যস্তও রয়েছেন। এ যেন এক নতুন পূর্ণিমা।