ইমি, রুমা, নাঈম, তমা মির্জা ও ইরফান সাজ্জাদ- এই পাঁচ তারকাকে নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'দূরত্ব'। পান্থ শাহরিয়ারের রচনায় এটি নির্মাণ করেছেন বি ইউ শুভ। গল্পে দেখা যাবে পাঁচ তারকা প্রত্যেকেই প্রত্যেকের কাছে আসতে চায়। কিন্তু কাছে আসতে গিয়েই নিজেদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে।
টেলিফিল্মটিতে কাজ করা প্রসঙ্গে তমা মির্জা বলেন, 'দূরত্ব সত্যিই অসাধারণ একটি টেলিফিল্ম। আমার সেরা কাজগুলোর মধ্যে অন্যতম একটি। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে এ টেলিফিল্মটি দেখার।' ঠিক একইরকম ভাষ্য হচ্ছে র্যাম্প তারকা রুমা, নাট্যাভিনেতা নাঈম ও ইরফান সাজ্জাদের। পরিচালক বি ইউ শুভ জানান, আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে।