সম্প্রতি সংগীতার ব্যানারে প্রকাশ পেয়েছে পূজার তৃতীয় একক অ্যালবাম 'পূজা রিটার্নস'। এ অ্যালবামে 'কেনো বারেবারে' শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ইমরান ও পূজা। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। এবার তৈরি হচ্ছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটির শুটিং করতে গতকাল রাতে মালয়েশিয়া গেছেন ইমরান ও পূজা। আজ থেকে মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং হবে। গানটিতে মডেল হিসেবেও থাকছেন তারা।
ভিডিওটি নির্মাণ করছেন 'দেশা' ছবির নায়ক ও মডেল শিপন। ডিওপি হিসেবে থাকছেন চন্দন রায় চৌধুরী।