বৈরী বাতাস
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'বৈরী বাতাস'। আজ প্রচার হবে ধারাবাহিকটির ১৬০তম পর্ব। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। পরিচালনায় জুয়েল মাহমুদ। অভিনয় করেছেন রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, নাফিজা, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমী বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, শশী, টিসা, রহমত আলী, মৌমি, মাশিয়াত, শ্যামল ও আরও অনেকে। সচরাচর প্রতিটি নাটকে থাকে এক বা একাধিক হিরো চরিত্র।
সোজা কথা
চলমান রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে দেশ টিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টকশো সরাসরি অনুষ্ঠান 'সোজা কথা'। উপস্থাপনায় মুহাম্মদ জাহাঙ্গীর, মুনীরুজ্জামান ও সুকান্ত গুপ্ত অলক। অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট রাজনীতিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শিক্ষক, সংসদ সদস্য ও মন্ত্রিবর্গ। অনুষ্ঠানটি প্রযোজনায় মশিউর রহমান নিবিড়।
মিউজিক্যাল আড্ডা
অনুষ্ঠানটিকে দুটি সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্টে জনপ্রিয় যে কোনো নতুন-পুরনো একটি ব্যান্ডের প্রোফাইল তুলে ধরা হয়। এরপর যে কোনো একটি ইন্টারন্যাশনাল এভারগ্রিন সং ওই ব্যান্ডের সদস্যরা দর্শকদের জন্য গেয়ে উৎসর্গ করেন। দ্বিতীয় সেগমেন্ট- একজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে আড্ডা দেওয়া হয়ে থাকে। অনুষ্ঠানের শেষের দিকে সাম্প্রতিকভাবে বাংলাদেশের তৈরি মিউজিক ভিডিও দেখানো হয়। প্রযোজক বিপুল সরকার। এটি প্রচার হবে আজ রাত ৯টায় এসএ টিভিতে।
চন্দ্রাবতী
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চন্দ্রাবতী'। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বনা মোস্তফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, রাজিব সালেহীন, হিমে হাফিজ, টুটুল চৌধুরী, হেলাল প্রমুখ। গল্পে দেখা যাবে- পীর বাবা ফজলু গ্রামের আলোচিত একজন ব্যক্তি। দূরদুরান্ত থেকে মানুষ তার কাছে আসে সমস্যা সমাধানের জন্য। পীর বাবার মেয়ে চন্দ্রাবতী সে খুবই চালাক এবং বুদ্ধিমতি মেয়ে।
প্রেমরোগ
মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক প্রেমরোগ। প্রেম ভালবাসা ও পারিবারিক গল্পের এই নাটকটি কৌতুকধর্মী করে পর্দায় উপস্থাপন করা হয়েছে। তবে নাটকটি সামাজিক পটভূমির উপর নির্মিত। নাটকটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার হাফিজ উদ্দিন। ফজলুল করিমের লেখা এ নাটকটি ইতিমধ্যে দর্শক নজর করেছে। এতে অভিনয় করেছেন- আবুল হায়াত, ডলি জহুর, কাজী হায়াৎ, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, নাদের খান,বিনয় ভদ্র প্রমুখ । নাটকের সূচনা সংগীত রচনা করেছে হাচান মতিউর রহমান। নাটকটি আজ রাত ৮টায় প্রচার হবে।
এবং ক্লাসের বাইরে
স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান 'এবং ক্লাসের বাইরে' আজ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে থাকে স্কুল বা কলেজ পরিচিতি প্রধান শিক্ষকের সাক্ষাৎকার। আজকের পর্ব সাজানো হয়েছে ঢাকার আরমানিটোলার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়'কে নিয়ে। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ০৫মিনিটে প্রচার হবে।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। এতে অভিনয় করেছেন- অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম প্রমুখ। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিঙ্ ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। আসিফ মার্কেটিংয়ে পড়াশোনা করছে। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে পুরোই দ্বিধাদ্বন্দ্বে আছে।