ক্যারিয়ারের শুরুতে বেশ নাম কামিয়েছিলেন জ্যাকুলিন ফারনান্দেজ। কিন্তু হঠাৎ করেই দমে গেছেন তিনি। উল্লেখ করার মতো ছবিতে অভিনয় করছেন না। আর তাই কমেডি মুভি সিরিজ 'হাউজফুল'র ওপরই ভর করে আছে তার ক্যারিয়ার। জ্যাকুলিনও হাউজফুলে চক্কর খাচ্ছেন। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন 'হাউজফুল'র তৃতীয় কিস্তিতে। এতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার এবং ঋতেশ দেশমুখ। আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন। পাশাপাশি থাকবেন জ্যাকুলিন। বরাবরের মতো সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। তবে পরিচালকের আসনে বসবেন অন্য কেউ।
জ্যাকুলিন প্রস্তুতি নিচ্ছেন এ ছবিতে অভিনয়ের। কিন্তু তার কাছের মানুষ বলছে, জ্যাকুলিনকে অভিনয়ের জন্য সম্পর্কের আয়তন বাড়াতে। একটি গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে তার ক্যারিয়ার খুব একটা এগোচ্ছে না। দেখা যাক জ্যাকুলিন এখন কি করেন।