গত শক্রবার থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে মাইলসের সব গান। মাইলস এবার তাদের সব অ্যালবামের গান অনলাইনে একসঙ্গে প্রকাশ করতে যাচ্ছে।www.qiniticmusic.com ওয়েবসাইট থেকে আগ্রহী যে কেউ চাইলে মাইলসের গান সাইট থেকে কিনে শুনতে পারবেন। মাইলসের শাফিন আহমেদ বলেন, আমাদের সব গান ডিজিটাল প্রযুক্তিতে প্রকাশ করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। এবার এই সুযোগ এসেছে। আমাদের সামনের অ্যালবামের গানগুলো শুরুতে অনলাইনে প্রকাশ করব। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, মাইলসের নতুন অ্যালবাম প্রতিচ্ছবি পহেলা বৈশাখে বাজারে আসবে। কিন্তু আসেনি। কিছু কাজ বাকি। অ্যালবামটি আমরা বিশ্বব্যাপী প্রকাশ করব।