শত ব্যস্ততার মাঝেও সময় বের করে ভক্তদের পেছনে ব্যয়ের চেষ্টা করেন বলিউডের অনেক তারকা। এবার এ তালিকায় নাম লেখালেন 'আশিকি টু' তারকা শ্রদ্ধা কাপুর। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের ফাঁকে তিনি দেখা করেন সাত বছর বয়সী এক মেয়ে-ভক্ত ও তার বাবার সঙ্গে। শ্রদ্ধার রূপের প্রশংসা করতে গিয়ে নিজের মেয়েকে অসুন্দর বলায় ওই ভক্তের বাবাকে বকাঝকা করে খবরের শিরোনাম হয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কাজে পুনে যান শ্রদ্ধা কাপুর। এক পর্যায়ে তিনি জানতে পারেন, এক খুদে ভক্ত তার সঙ্গে দেখা করতে চায়। তখন নিজের ভ্যানিটি ভ্যানে ওই ভক্তকে ডেকে নেন শ্রদ্ধা।