মেয়ে সন্তানের জননী হলেন হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। স্বামী অভিনেতা উইল কোপেলম্যানের সংসারে এটি তার দ্বিতীয় সন্তান। অলিভ নামের ১৯ মাস বয়সী আরেকটি মেয়ে আছে এ দম্পতির। নবজাতক মেয়েটির নাম রাখা হয়েছে ফ্রাংকি ব্যারিমোর কোপেলম্যান।
মা-বাবা হওয়া নিয়ে কোপেলম্যান-ব্যারিমোর তাদের অনুভূতি প্রকাশে বলেন, আমরা আনন্দিত হয়ে ঘোষণা করছি, মঙ্গলবার দ্বিতীয় মেয়ের গর্বিত মা-বাবা হয়েছি। অলিভ তার নতুন এক বোন পেয়েছে। সবাই সুস্থ এবং ভালো আছে। ২০১২ সালের জুন মাসে ব্যারিমোর-কোপেলম্যান দম্পতি বিয়ে বন্ধনে আবদ্ধ হন।