একজনের বাবা বলিউড বাদশা৷ আরেকজনের মা রূপ কি রানী। তাঁদের ছেলেমেয়ে যে একেবারে তৈরি হয়েই বলিউডে নামবে এ আর নতুন কি? তবে নতুন খবর হল শাহরুখ খানের ছেলে আর্য আর শ্রীদেবীর মেয়ে জাহ্নবি জুটি বেঁধে একসঙ্গে নামতে চলেছেন রোম্যান্টিক ছবিতে৷ তাও যেনতেন ছবি নয়, ইউটিভির ব্যানারে তৈরি হতে চলা ‘আশিকি থ্রি’ ছবির মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করতে চলেছে এই দুই স্টার পুত্রকন্যা৷
জানা গেছে, আপাতত এই দুই স্টার পুত্র-কন্যাকে রাজি করতেই কালঘাম ঝরাচ্ছেন পরিচালক মোহিত সুরি৷ ‘আশিকি টু’-এর অসামান্য সাফল্যের পর মোহিত এখন ব্যস্ত আশিকি থ্রি'র চিত্রনাট্য নিয়ে৷ আর এবার শুধু চিত্রনাট্য দিয়ে নয়, মোহিত চমক দিতে চান ছবির জুটি দিয়েও৷ তাই শাহরুখ পুত্র আর্য আর শ্রীদেবী-বনি কাপুরের কন্যা জাহ্নবিকে ছবিতে হ্যাঁ করানোর জন্য প্রচুর কাঠখড় পোড়াচ্ছেন মোহিত৷ তবে অন্যদিকে ‘আশিকি থ্রি’ করবেন কিনা তা নিয়ে আর্য-জাহ্নবি পুরো সিদ্ধান্তটাই ছেড়েছেন বাবা শাহরুখ ও মা শ্রীদেবীর হাতে৷ জানা গেছে, দুই স্টারই চিত্রনাট্য পড়ে তারপরই নিজেদের ছেলেমেয়েদের সই করতে দেবেন ‘আশিকি থ্রি’তে৷