তিন বছর আগে তিনি নির্মাণ করেছিলেন 'লিঙ্কন'। এবার হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ নতুন চলচ্চিত্রে হাত দেবেন। নির্মাণ করতে যাচ্ছেন ব্রিটিশ লেখক রোয়াল্ড দালের শিশুতোষ উপন্যাস 'দ্য বিএফজি' বা 'দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট'।
স্টিভেন স্পিলবার্গ ২০১২ সালে 'লিঙ্কন' নির্মাণ করার পর 'টান্সফর্মারস:এজ অব এক্সটিকশন', 'দ্য হানড্রেড ফুট জার্নি', 'জুরাসিক ওয়ার্ল্ড' চলচ্চিত্র তিনটিতে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।
সব ঠিকঠাক থাকলে 'দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট'-এর শুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। আর এটি ২০১৬ সালের মাঝামাঝি মুক্তি দেওয়া হতে পারে।