সম্প্রতি মুক্তি পেয়েছে র্যাম্প কন্যা রুহী অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'সংগ্রাম'। এটি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। 'সংগ্রাম' মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে চুক্তিবদ্ধ হন তিনি। তারই ধারাবাহিতায় এবার শুরু হচ্ছে বহুল আলোচিত 'গ্ল্যামার' চলচ্চিত্রটির শুটিং।
গত ২২ এপ্রিল পরিচালক মহুয়া চক্রবর্তীর 'গ্ল্যামার' চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেয়ার জন্যে ঢাকা থেকে কলকাতায় পৌঁছান রুহী। তিনি জানান, আগামীকাল সোমবার থেকে বহুল প্রতীক্ষিত 'গ্ল্যামার' চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে।
২০১১ সালে কলকাতার 'গ্ল্যামার' চলচ্চিত্রে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হন বাংলাদেশি র্যাম্প মডেল দিলরুবা ইয়াসমিন রুহী। এই চলচ্চিত্রে রুহীর বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
রুহী জানান, এ ছবিতে কলকাতার স্বস্তিকার অভিনয়ের কথা ছিল। কিন্তু, তা আর হচ্ছে না। তার বদলে দেখা যাবে পর্ণ মিত্র।
উল্লেখ্য, কয়েকদিন আগে সিঙ্গাপুরের বিভিন্ন স্পটে 'জিরো ডিগ্রি' ছবির শুটিং করে ঢাকায় ফেরেন রুহী। এছাড়া আরেকটি ছবি 'থ্রি ইলিগ্যাল'-এর শুটিং হবে লন্ডনে।