মার্কিন অভিনেতা ক্লুনি লন্ডনভিত্তিক আইনজীবী আমাল আলামুদ্দিনের সঙ্গে বাগদানের কাজটা সেরে ফেলেছেন। তাদের প্রেমের বিষয়টি জনসম্মুখে আসে ২০১৩ সালের অক্টোবরে।
নিজেদের বাগদানের খবর ঘটা করে না জানালেও গোপনও করছেন না এই জুটি। তারা চাচ্ছেন সবাই জানুক, সারাজীবন একসঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে তাদের। ঠিক কবে তাদের বাগদান হয়েছে তা নিশ্চিত করে জানা না গেলেও এখনই বিয়ের তাড়া নেই এই জুটির।