সাম্প্রতিককালে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে বাংলা চলচ্চিত্রে। ফ্লিমপাড়ায় লেগেছে পরিবর্তনের ছোঁয়া। হোক সেটা কারিগরি পরিবর্তন কিংবা চিত্র নাট্যে। এ ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে আইটেম গানেও। একটা সময় অচেনা বা আনকোরা চেহরা দেখা যেতো এ ধরনের গানে। দিন বদলেছে। এখন দেখা যায় হালের জনপ্রিয় অথবা উঠতি কোন মডেলকে। এ দলে এবার নাম লেখালেন মডেল নায়লা নাঈম।
প্রথমবারের মতো আইটেম গানে পারর্ফম করতে দেখা যাবে নায়লাকে। তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবির আইটেম গানে পারফর্ম করবেন তিনি। এর শুটিং শুরু হবে আগামী মাসের মাঝামাঝি। ইতোমধ্যে শেষ হয়েছে ছবিটির শুটিং।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে নায়লা বলেন, আইটেম গান দিয়ে রূপালি জগতে প্রবেশ করতে যাচ্ছি। এবার একটু ট্র্যাক চেঞ্জ করতে দেখতে চাই। এছাড়া আরও দুইটি ছবির কথাবার্তা চলছে। একটিতে আইটেম গানে এবং অন্যটি প্রধান চরিত্রে।
‘রানআউট’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সজল ও মৌসুমী নাগ। আরও রয়েছেন তারিক আনাম খান, রোমান স্বর্ণা, সাবিহা আজিজ এবং তানভীর হাসান প্রবাল প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন সাদাত মাহমুদ তানভীর। অন্যদিকে দীর্ঘ দশ বছর পর ‘রানআউট’ ছবির গানের মাধ্যমে ফিরেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘ভাইকংস’। দলের ভোকালিস্ট তন্ময় তানসেন পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘রানআউট’ ছবির সব গানই করছে তারা।
জানা গেছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে খুব তাড়াতাড়ি সেন্সরে জমা দেওয়া হবে। ছাড়পত্র পেলে রোজার ঈদের পরপরই ছবিটি মুক্তি দেয়া হতে পারে।