'সিনিয়রদের সঙ্গে কাজ করার সুবিধা এখানেই যে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। নিঃসন্দেহে তারা অনেক সহযোগিতাপরায়ণও বটে।' আবারও শহীদুজ্জামান সেলিমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে এমনই বললেন লাঙ্তারকা আলভী। মিজানুর রহমান লাবুর রচনা ও পরিচালনায় আলভী আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন 'কখনো যে সমুদ্র দেখা হয়নি' নাটকে। গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকে সেলিম ও আলভী স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। শহীদুজ্জামান সেলিম বলেন, 'আলভীর মধ্যে কাজ শেখার আগ্রহটাই আমাকে মুগ্ধ করেছে। যথেষ্ট বিনয়ীও বটে। নতুন নাটকে আলভী সত্যিই অনেক ভালো করেছে।' এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। পরিচালক মিজানুর রহমান লাবু জানান, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
শহীদুজ্জামান সেলিম ও আলভী প্রথম একসঙ্গে অভিনয় করেন রুলীন রহমান পরিচালিত ধারাবাহিক নাটক 'সন্তরণ'-এ।