হলিউডের 'সুপারস্টার' টম ক্রুজ গোপনে ডেটিং করছেন লরা প্রিপনের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে তারা এ ডেটিং করছেন বলে জানা গেছে। টমের নতুন সঙ্গী ৩৪ বছর বয়সী লরা মার্কিন অভিনেত্রী, মডেল ও চলচ্চিত্র প্রযোজক। সূত্র জানিয়েছে, সায়েন্টোলজিস্ট নামে একটি ধর্মীয় মতবাদের সঙ্গে জড়িত আছেন টম। আর টমের এ নতুন সঙ্গীও সেই মতবাদেরই অনুসারী। তবে তারা তাদের এ সম্পর্ক গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে লস-অ্যাঞ্জেলেসে এ জুটিকে একত্রে ডিনার করতে দেখা গিয়েছিল। তবে উভয়পক্ষ থেকেই এ সম্পর্কের কথা অস্বীকার করা হচ্ছে। এর আগে টম ক্রুজের সাবেক সঙ্গী কেটি হোমসের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় ২০১২ সালে।