বলিউডের সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন, ভারতীয়দের মানসিকতা বদল করতে হবে। ভারতীয়রা মেয়েদের বোঝা বলে মনে করে। আন্তঃরাষ্ট্রীয় ভারতীয় ফিল্ম একাডেমি পুরস্কার সমারোহের তৃতীয় দিনে 'গার্ল রাইজিং প্রোজেক্ট'-এ ভাগ নিয়ে এমনই মন্তব্য করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, 'আমি শুনেছি মেয়েদের শিক্ষা দেওয়া হয় না, কারণ তারা বিয়ের পর অন্য পরিবারে চলে যান। মেয়েরা তো বোঝা নয়'। এ অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী শাবানা আজমীও প্রিয়াঙ্কার সুরে সুর মিলিয়েছেন।