বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে সম্প্রতি নিজের ফ্যানদের জন্য একটি উত্তেজক ভিডিও আপলোড করেছেন ইউটিউবে। ভিডিওটির নাম দিয়েছেন 'ডু দ্য রেক্স'। এটি প্রকাশের পর বলিউড ইন্ডাস্ট্রিতে আবারো নানাভাবে আলোচনায় আসছেন এই তারকা।
বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি কনডমের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। আর এ বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে ওই বিজ্ঞাপনের নামেই পুনম ভিডিওটি আপলোড করেন।
আপলোড করা ভিডিওটির সাথে পুনম লিখেছেন - 'এটা আমার দারুন একটা কাজ যা খুব মজাদার। এই ভিডিও দেখুন।'
পুনমের ভিডিওটি দেখতে - https://www.youtube.com/watch?v=GMf3reXc6xk