সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে নবীন কণ্ঠশিল্পী এ এন সুমনের প্রথম একক অ্যালবাম 'কিছু প্রশ্ন'। অ্যালবামটিতে একটি গানের দ্বৈত ভার্সনসহ মোট গান রয়েছে ১০টি। সবগুলো গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন।
সংগীতায়োজনে প্রীতম হাসান ও একাত্ব রহমান। অ্যালবামে ৪টি গান রয়েছে দ্বৈত। এগুলোতে এ এন সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রিয়া, সূচী, নাবিলা ও দেবশ্রী সাহা। অ্যালবামটি প্রসঙ্গে নোয়াখালীর ছেলে এ এন সুমন বলেন, 'ছোটবেলা থেকেই সংগীতের প্রতি দূর্বলতা আমার। তখন থেকেই স্বপ্ন ছিল সুযোগ পেলে নিজের একক অ্যালবাম প্রকাশ করব। এবার সেটা করতে পেরে খুব আনন্দিত! এরইমধ্যে গানগুলো শ্রোতারা পছন্দ করছেন।'
এদিকে 'কিছু প্রশ্ন' গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন এ এন সুমন। ভিডিওটি এখন ইউটিউভসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ হোসেন রাজ। এতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন মেঘ।
অ্যালবামের অন্যান্য গানগুলোর শিরোনাম 'ইন্দ্রজাল', 'জীবন জুড়ে', 'মন চুরি', 'তুমি ছাড়া', 'জয় পরাজয়', 'একটা জনম', 'সখী' এবং 'উড়ু উড়ু মন'।
https://www.youtube.com/watch?v=ljMv1Jas1sM