হলিউডের 'ফেসঅফ' ম্যান। অ্যাকশনে ভরপুর বিন্দাস হিরো। যার আদবকায়দায় শুধু মার্কিন নারীরাই নন, ভারতীয় কন্যারাও একেবারে প্রেমে পাগল। সেই জন ট্র্যাভোলটা হলিউড নয়, বরং বলিউডের অন্ধভক্ত। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, বলিউড অভিনেত্রী দীপিকার পাড়ুকোনের প্রেমে পাগল হলিউডি জন!
সম্প্রতি ফ্লোরিডায় অনুষ্ঠিত 'আইফা' পুরস্কারের সন্ধ্যায় জন ট্র্যাভোলটা স্টেজে উঠে উজার করলেন নিজের বলিউড প্রেম। সঙ্গে জানালেন, দীপিকা সৌন্দর্য তাকে মুগ্ধ করে। একবার দেখাতেই দীপিকার প্রেমে পড়ে গেছেন তিনি।
বলিউডের প্রতি নিজের প্রেম উজাড় করে দিতে 'আইফা'র মঞ্চে হৃত্বিকের সঙ্গে বলিউডের গানে নাচ করতেও দেখা গেল ট্র্যাভোলটা জনকে।
জন জানিয়েছেন, সুযোগ পেলেই তিনি বলিউডি ছবি দেখেন। এপর্যন্ত তিনি 'কৃশ থ্রি', 'থ্রি ইডিয়টস', 'লাগান' এবং 'গোলিও কা রাশলীলা রামলীলা' ছবিগুলো দেখেছেন।
জানা গেছে, জন অভিনয় করতে পারেন শেখর কাপুরের পরিচালনায় তৈরি হওয়া 'পানি' ছবিতেও। আর সেজন্য জন ভারতে আসতে পারেন চলতি বছরের অক্টোবর মাসে।