টেলিভিশন অভিনেতা রাকেশ দিওয়ানা রোগা হতে গিয়ে মারা গেলেন। এপ্রিল মাসের ২০ তারিখ অস্ত্রপচারের জন্য মুম্বাইয়ের মোহাক হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন রাকেশ। অস্ত্রপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবণতি ঘটছিল। আজ সোমবার সকালেই মৃত্যু হয় তাঁর।
রাকেশের পরিবার জানিয়েছেন চিকিৎসায় গাফলতির কারণেই মৃত্যু হয় রাকেশের। অস্ত্রপচারের পর উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি রাকেশকে। এমনকি, শরীরে রক্তের ঘাটতি হওয়ার পর ডাক্তাররা সেদিকে উপযুক্ত নজর দেননি বলে দাবী রাকেশের পরিবারের।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিস্তা ক্যায়া কেহেলাতা হ্যায়' ও 'রামায়ণ'-এ অভিনয় করেছেন রাকেশ।