১১ বছর আগে ঘটে যাওয়া বলিউড অভিনেতা সালমান খানের গাড়ি দুর্ঘটনার বিচার কার্যক্রম ফের শুরু হয়েছে। আজ বান্দ্রার এক সেশন কোর্টে একজন সাক্ষীর সাক্ষাদানের মধ্য দিয়ে এ বিচার কার্যক্রম শুরু হয়।
সালমানের বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর তিনি তার টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি বান্দ্রার একটি লন্ড্রিতে উঠিয়ে দেন। এ ঘটনায় একজনের মৃত্যু ঘটে ও আরো ৪ ব্যক্তি আহত হন।
সাক্ষী সাম্বা গাওদা কর্ণাটক রাজ্যের বাসিন্দা। সাক্ষ্যদানকালে গাওদা আদালতে বলেন, দুর্ঘটনায় বড় একটি গাড়ি জড়িত ছিল এবং তার সঙ্গেই পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। গাওদা আরো বলেন, গাড়িটি একটি লন্ড্রির দোকানে উঠে যায় এবং এটির বাম্পার দোকানটির শাটারে গিয়ে আঘাত করে।
মামলার সরকারি কৌসুলি জানিয়েছেন, প্রসিকিউশন ৬৪ জন সাক্ষীর একটি তালিকা জমা দিলেও সবার সাক্ষ্য নেওয়া হবে না। আজ ২ জন সাক্ষীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।